Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে ধৈর্য ধরার আহ্বান জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ০৯:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: ২১ নভেম্বরের পর ২২ নভেম্বর আবারও ঢাকা মহানগরী ও আশুলিয়ায় মৃদু ভূমিকম্পে উদ্বেগ প্রকাশ করে দেশের জনগণকে ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, বিপদ-আপদে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি বলেন, আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। টানা দুই দিনে ভূমিকম্প হওয়া দেশবাসীর জন্য সতর্ক সংকেত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যে কোনো দুর্যোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই সকল বিপদ থেকে রক্ষা করতে পারেন।’

বিজ্ঞাপন

জামায়াত আমীর বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা তৈরির দায়িত্ব সরকারের। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে দুর্যোগে ক্ষতি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর