Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১০:১১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১১:২০

সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কারামুক্ত এটিএম আজহারুল ইসলামকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনোনীত করা হয়েছে।

ঢাকা: সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কারামুক্ত এটিএম আজহারুল ইসলামকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনোনীত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদে পরিবর্তন আনা হয়নি। যারা নায়েবে আমির ছিলেন তারাসহ সবাই নির্বাচন পর্যন্ত নিজ নিজ পদে বহাল থাকবেন বলে জানিয়েছে দলীয় সুত্র।

শনিবার (২৯ নভেম্বর) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের সদস্যরা এবং অন্যান্য নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারি সেক্রেটারি জেনারেল, অন্যান্য বিভাগীয় সেক্রেটারিরা সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবেন।

বিজ্ঞাপন

শনিবার জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জামায়াতের শুরা, নির্বাহী পরিষদ এবং কর্মপারিষদ গঠিত হয়।

বর্তমানে নায়েবে আমির রয়েছেন চারজন। তারা হলেন, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মো. তাসনিম আলম, ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের ও মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম।

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহছানুল মাহবুব যোবায়ের বলেন, এবার মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও, অন্যান্য কমিটিতে পরিবর্তন আনা হয়নি। সংসদ নির্বাচনের পর তা করা হবে।

রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে মজলিসে শুরার সমাপনী অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সামর্থ্য অনুযায়ী আর্থিক কোরবানি করতে হবে। যে কোনো অনাকাক্ষিত ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর