Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক-এর সৌজন্য বৈঠক।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়। হাইকমিশনারের সঙ্গে ছিলেন হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট।

সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ–যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টি আলোচনায় আসে। ওই সফরে তাঁর সঙ্গে ব্রিটিশ সরকারের একজন মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর