Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে: ডা. জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৭

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর বা আগামীকাল শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, চিকিৎসক দলের সুপারিশ অনুযায়ী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক এবং অ্যারোনটিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, এ সংকটময় সময়ে সহযোগিতা করায় অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ সেনাবাহিনী এবং লজিস্টিক সহায়তার জন্য চীন, সৌদি আরব ও ভারতের দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জিয়া পরিবার। তাদের মতে, খালেদা জিয়ার নিরাপদ পরিবহন নিশ্চিত করতে প্রতিটি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শারীরিক অবস্থা প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, ‘দেশবাসীর দোয়ায় ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।’

এর আগে সকাল সাড়ে ১০টায় চীনা বিশেষজ্ঞ ডা. চাই জিয়াংফাং-এর নেতৃত্বে একটি টিম সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। বেলা ১১টার দিকে লন্ডন থেকে আসা বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিল তার সাম্প্রতিক সব পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

তার দ্রুত সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও চিকিৎসক দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর