ঢাকা: বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দলীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিকে তার আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত সময় পার করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর এটি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় স্মৃতিচারণামূলক কর্মসূচি। তার আগমনকে ঘিরে সাভার-আশুলিয়া এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এমনকি সাধারণ মানুষও, তারেক রহমানকে একবার দেখতে ভিড় জমাচ্ছেন স্মৃতিসৌধের আশেপাশে।