ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর আজ প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।
কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিলেও আজই প্রথম সরাসরি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত হলেন।