Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫

‎ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ববি হাজ্জাজ।

‎সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র জমা দেওয়া শেষে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

বিজ্ঞাপন

‎কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জানিয়ে তিনি আরও বলেন, আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতা-কর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করছেন। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। প্রথম থেকেই বিএনপি নেতা-কর্মীরা সহযোগিতা করছেন।

‎এদিকে ঢাকা-১৩ আসন থেকে আরও মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মো. মোবারক হোসাইন, এনসিপির মো. আকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে নেক মোহাম্মদ, নাগরিক ঐক্যের মো. মাহবুবুর রহমান, বিএনপি (স্বতন্ত্র) কায়েস মাহমুদ, বিএনপি মো. কামরুজ্জামান জুয়েল, গণমুক্তি জোটের শাহরিয়ার ইফতেখার, রিপাবলিকান পার্টির আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সোহেল রানা, স্বতন্ত্র থেকে শেখ মো রবিউল ইসলাম।

‎ইসির সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আজ। ‎সকাল ৯টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ এবার নিবন্ধিত ৫৯টি দল ভোটে অংশ নেওয়ার সুযোগ রয়েছে; আওয়ামী লীগের নিবন্ধনি স্থগিত থাকায় অংশ নিতে পারবে না।

সারাবাংলা/এনএল/ইআ