Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু নির্বাচন স্থগিত নিয়ে পালটাপালটি অভিযোগ

জবি করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। ফাইল ছবি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন–২০২৫ স্থগিতের ঘটনায় পালটাপালটি অভিযোগ তুলেছেন ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ও একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘অন্য ক্যাম্পাসে জয়ী হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হেরে যাওয়ার ভয়ে নিজেদের সুবিধাজনক অবস্থান ধরে রাখতে উপাচার্যকে দিয়ে পরিকল্পিতভাবে নির্বাচন বন্ধ করা হয়েছে। আমরা এমন প্রশাসনকে ধিক্কার জানাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সকলের প্রাণপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ইচ্ছাকৃতভাবে ব্যাশিং করার জন্য নির্বাচন পরিকল্পিতভাবে স্থগিত করা হয়েছে।’

এদিকে বিক্ষোভ মিছিলে বিএনপিপন্থি শিক্ষক নেতা ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে দায়ী করে স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় ‘রইছ না জকসু, জকসু জকসু’ এবং ‘ভিসি না জকসু, জকসু জকসু’ স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’-এর জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ‘আমরা জানি কার চাপে নির্বাচন স্থগিত হয়েছে। বেশি নাটক করবেন না। শিক্ষার্থীরা জকসু চায়, জকসু হবেই। জকসু না হলে এই কালপ্রিটদের ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ।’

ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘জকসু রুখে দেওয়ার সাধ্য কারও নেই। ভিসি হোক বা অদৃশ্য ভিসি—কারও তোয়াক্কা করার সময় নেই।’

এদিকে সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে জকসু নির্বাচন স্থগিত করা হয়েছে কি না, এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রশাসন কার চাপে এ সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচন স্থগিতের বিষয়ে কোনো চাপ ছিল না এবং কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এই প্রেক্ষাপটে আজ অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর