Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলফনামার তথ্য
হাসনাত আবদুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ টাকা, পেশা ব্যবসা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৩:২৪

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জমা দেওয়া হলফনামায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ৫০ লাখ টাকা। এছাড়া ব্যাংকে তার ২৬ লাখ টাকার সোনা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হাসনাত আবদুল্লাহর হলফনামার তথ্য বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে—

  • আসবাবপত্র: ১ লাখ টাকা
  • ইলেকট্রনিক সামগ্রী: ৬৫ হাজার টাকা

২০২৫–২০২৬ অর্থবছরে তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

বিজ্ঞাপন

আইনি তথ্যের অংশে উল্লেখ করা হয়েছে, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কোনো মামলা নেই।

স্থাবর সম্পদের বিবরণে তিনি উল্লেখ করেছেন, তার নামে কোনো কৃষিজমি নেই। তবে তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

ঋণসংক্রান্ত বিবরণীতে তিনি জানান, তার পিতা-মাতা, স্ত্রী ও সন্তানের নামে তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ গ্রহণ করেননি।

বর্তমান পেশা সংক্রান্ত তথ্য অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত। তার স্ত্রী গৃহিণী। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, বর্তমানে তার পিতা-মাতা ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর