ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে জাতীয় পার্টিকে বাইরে রাখার জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। আমাদের চাই না তারা নির্বাচনে থাকুক, কমিশনকে এই কথা বলেছি। আমরা আগেও বলেছি তাদের নির্বাচনের মাধ্যমে পুনর্বাসন চাই না। কমিশন বলেছে তারা আইনের মধ্য থেকে বিধিবদ্ধভাবে ব্যবস্থা নেবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার ২২৪ জনের মধ্যে ৫৭ জন বাদ পড়েছেন। বৈধতা পেয়েছেন ১৬৭ জন প্রার্থী।