Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৮:২০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গণ-অভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ।

রংপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১২ জানুয়ারি) রংপুর সফরে আসছেন। এদিন দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরের চার দিনের কর্মসূচি অনুসারে, ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে রাত যাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করে রংপুরে রাত যাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন। তারেক রহমানের সফর-সংক্রান্ত পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) গণিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহিদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এ ছাড়া আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। নির্বাচনি আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। সফরকালে তারেক রহমান শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের এই সফর দীর্ঘ ১৯ বছর পর বগুড়া এবং উত্তরাঞ্চলে তার প্রথম বড় কর্মসূচি।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সফর বিএনপির উত্তরাঞ্চলীয় ঘাঁটিকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন নির্বাচনী প্রচারণার জন্য মনোবল বাড়াবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর