ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে প্রতীক বিন্যাসে ‘উদ্দেশ্যমূলকভাবে’ কয়েকটি দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, বিএনপির প্রতীক (ধানের শীষ) এমনভাবে স্থাপন করা হয়েছে যা সহজে নজরে আসে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে কয়েকটি নির্দিষ্ট দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে। অন্যদিকে বিএনপির অবস্থান এমন জায়গায় (মাঝখানে) দেওয়া হয়েছে যে, ব্যালট পেপার ভাঁজ করলে তা সহজে চোখে পড়ে না।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা বর্ণানুক্রমিক (Alphabetical) নিয়ম মেনেছে। কিন্তু আমরা বলেছি, কলাম ও লাইনের সংখ্যা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে বিশেষ তিনটি দল প্রথম লাইনে জায়গা পায়। এটি কোনোভাবেই কাকতালীয় নয়, বরং যারা কারিগরী কাজগুলো করেছে তারা উদ্দেশ্যমূলকভাবে এটি করেছে।’
বিএনপি এই বিন্যাস সংশোধন করার এবং দেশের ভেতরের ব্যালটে যেন এই কৌশল না নেওয়া হয়, সেই দাবি জানিয়েছে।
পোস্টাল ব্যালটে ‘বিশেষ গোষ্ঠীর’ হস্তক্ষেপ
বিদেশে পোস্টাল ব্যালট বিতরণে অনিয়মের অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের ব্যালট পেপার নিয়ন্ত্রণ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কমিশন বিষয়টি স্বীকার করেছে এবং বাহরাইনের রাষ্ট্রদূতের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
নির্বাচনি আচরণবিধি ও অন্যান্য প্রসঙ্গে বৈঠকে বিএনপি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
দ্বৈত নাগরিকত্ব ও মামলা
বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলার কারণে যারা বিদেশে আছেন, তাদের নির্বাচন থেকে বঞ্চিত না করার দাবি জানানো হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন
বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান জনসমাগম এড়িয়ে চললেও অন্য অনেক দলের শীর্ষ নেতারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ করছেন বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানায় দলটি।
এসপি বদলিতে লটারি
পুলিশ সুপারদের (এসপি) বদলিতে লটারি পদ্ধতির সমালোচনা করে বিএনপি প্রতিনিধি দল বলেছে, এটি নির্দিষ্ট কোনো দলের কৌশল হতে পারে কি না তা খতিয়ে দেখা দরকার।
তারেক রহমান বের হলে জনসমাগম হয় তাই তিনি কোথাও যাচ্ছেন না বলেও তুলে ধরেন বলেন, কিন্তু অনেক দলের প্রার্থীরা জনসমাগম করছে, ভোট চাচ্ছে, এমন কি বিভিন্ন দলের শীর্ষ নেতারাও নির্বাচনি আচরণ ভাঙছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান করা হয়েছে বলেও জানান তিনি।