Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের ঘরে বসিয়ে রাখলে অর্ধেক জনগোষ্ঠী অকার্যকর হয়ে পড়বে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস।

ঢাকা: নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী রাষ্ট্র ও সমাজের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘অনেকে বলেন নারীদের রানীর সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখবেন। কিন্তু নারীদের যদি ঘরে বন্দি করে রাখা হয়, তাহলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না। এতে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া এটা খুব ভালোভাবে বুঝেছিলেন যে নারীদের ঘরে বসিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই তিনি নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।’

দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নারী শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘নারী শিক্ষিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র; সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে।‘

অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন মির্জা আব্বাস। পাশাপাশি সুযোগ পেলে কলেজটি সরকারি করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর