Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:২১

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম

ঢাকা: বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‍দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির বিস্তারিত কর্মসূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এ ছাড়া সোমবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটগুলোতে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কাকরাইলস্থ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের মাল্টিপারপাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতারাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য দিবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর