ঢাকা: ঢাকা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত মো. আব্দুল হকের ওপর স্থানীয় কালিন্দী ইউনিয়ন বিএনপি নেতারা হামলা চেষ্টা করায় কেরানিগঞ্জ মডেল থানা জামায়াত নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
থানা জামায়াত নেতারা বলেন, গত ১৬ জানুয়ারি ‘২৪ এর জুলাই বিপ্লবের আলোচনা এবং গণভোটে ‘‘হ্যা’’ প্রচারণা করার সময় জামায়াত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আবদুল হককে বাধা দেন কালিন্দী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
তারা বলেন, ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক গত ১৬ জানুয়ারি চরাইল হাজী বাড়ি জামে মসজিদে এশার নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে সালাম বিনিময় করছিলেন। এ সময় স্থানীয় মুরুব্বিরাও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন। সবাই মনোযোগ সহকারে তার কথা শুনছিলেন। এ সময় কালিন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মোহন পাঁচ ছয় সাত নম্বর ওয়ার্ডের ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা সহ ভাড়াটিয়া গুণ্ডাদের নিয়ে মসজিদ ঘেরাও করেন। মসজিদের ভিতরে প্রবেশ করে কর্নেল হক ও তার দলের লোকজনদের সঙ্গে অশালীন ও মারমুখী আচরণ করেন।
এ সময় উপস্থিত মুসল্লী এবং স্থানীয় লোকজনের সহায়তায় কর্নেল হককে নিরাপদে মসজিদের ভেতর থেকে বের করে নিয়ে এসে নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া হয়। কর্নেল হক যে পথে নিরাপদ আশ্রয় চলে যাচ্ছিলেন সেই পথেও তাকে আক্রমণের চেষ্টা চালানো হয়। এসময় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
এমডি সজিব আহমেদ আরাফাত নামে একটি ফেসবুজ আইডিতে একটি ভিডিও দেখা যায়। সেখানে একজন বলেন, কালিন্দী ইউনিয়নে জামায়াতের প্রার্থী ভোট চাইতে এসেছে। মোহন ভাই ও মোস্তু ভাই তাদের বাধা সৃষ্টি করেছে। তিনি অন্য একজনকে বক্তব্য দেওয়ার আহবান জানান। ওই ব্যক্তি বলেন, সবাইকে ধন্যবাদ। ৫ মিনিটের মধ্যে আপনারা সবাই সোচ্চার ছিলেন। এই দালাল, স্বৈরাচার, রাজাকার, প্রতিহত করেছেন। সবাইকে ধন্যবাদ। চোখ কান খোলা রাখবেন আগামী ২১ তারিখ পর্যন্ত তারা কোনোভাবে কিছু করতে না পারে। তিনি আরও বলেন, এই যে পাঁচ মিনিটের মধ্যে আমাকে ডেকে এনেছেন, যে এই এলাকায় জামায়াতের ক্যান্ডিডেট ঢুকছে। এজন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি। পাঁচ নম্বর, ছয় নম্বর, সাত নম্বরের লোকজন, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আপনাগো লগে আছি। যেখানেই পাবেন, সেখানেই প্রতিরোধ। এসময় সবাই মিলে ধানের শীষের পক্ষে স্লোগান দেয়।
উল্লেখ্য, ঢাকা-২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন (তারানগর, কলাতিয়া, হযরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দী ও বাস্তা) এবং সাভার উপজেলার ৩টি ইউনিয়ন (আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ও ভাকুর্তা ইউনিয়ন) নিয়ে গঠিত।