Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু জিএস আম্মারকে ‘পাগলা কুত্তা’ বললেন রাবি ছাত্রদল নেতা

রাবি করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৫:২১

মানববন্ধনে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে ‘পাগলা কুত্তা’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি এসব মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের এই পাগলা কুত্তার কামড়ের হাত থেকে রক্ষা করতে হলে তাকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক অথবা তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হোক।’

বিজ্ঞাপন

মানববন্ধনে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি এই পাগলা কুত্তা, এই কুলাঙ্গার আমাদের কলিজার নেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘যদি তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা না হয়, তাহলে আমরা আগামীতে সালাহউদ্দিন আম্মারকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুত থাকব।’

মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করে তারা।

উল্লেখ্য, রোববার (১৮ জানুয়ারি) ক্যম্পাসে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির ব্যানার খুলে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এই ঘটনাকেই কেন্দ্র করে আজ এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সারাবাংলা/এনএমই/এইচআই
বিজ্ঞাপন

পিরোজপুরে তক্ষকসহ যুবক আটক
১৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৫

আরো

সম্পর্কিত খবর