Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ জানুয়ারি বগুড়ায় জামায়াত আমিরের জনসভা

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ায় শনিবার (২৪ জানুয়ারি) আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় আসার পথে মোকামতলায় পথসভা করবেন। এরপর ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল নির্বাচনি জনসভায় ভাষণ দিবেন।

জনসভা বাস্তবায়ন উপলক্ষ্যে সোমবার (১৯ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার যৌথ প্রস্তুতি সভা জেলা অফিসে অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা সকাল ১০টায় শুরু হবে। তবে সকাল সাড়ে ৯টা থেকে জনসভায় শিল্পীরা নির্বাচনি সংগীত পরিবেশন করবেন।

বিজ্ঞাপন

বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, শহরের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে আমিরে জামায়াত শেরপুরে পথসভা করবেন। দুপুর ১২টায় এই পথসভা শুরু হবে।

এতে বক্তব্য দেন জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল বাসেত, শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক ও ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর