Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার পঞ্চগড় আসছেন জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৯:১৭

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: ১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (২৬ জানুয়ারি) পঞ্চগড় আসছেন। তিনি পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় অংশ নেবেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শুক্রবার পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন। তিনি বলেন, ‘আগামী ২৩ জানুয়ারি সকালে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরু করবেন জামায়াত আমির। তিনি দলীয় ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের শরিক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ সময় কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা ছাড়াও নির্বাচনি জোটের শরিক দলের নেতারাও উপস্থিত থাকবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাসহ সাংবাদিকরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর