Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার স্মৃতি ও দোয়া পাথেয় করে নির্বাচনি প্রচার শুরু ইশরাকের

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:০১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৪২

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কনকনে শীতের সকালেই ঢাকা-৬ আসনের নির্বাচনি লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জুরাইন কবরস্থানে নিজের বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রমের সূচনা করেন তিনি। বাবার স্মৃতি আর দোয়াকে সঙ্গী করেই নির্বাচনি বৈতরণী পার হওয়ার সংকল্প ব্যক্ত করেন এই তরুণ রাজনীতিক।

কবর জিয়ারত শেষে ইশরাক হোসেনের গন্তব্য ছিল পুরনো ঢাকার অলিগলি। রাজধানীর বাংলাবাজার এলাকা থেকে শুরু হয় তার প্রথম দিনের গণসংযোগ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীকে সঙ্গে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং কুশল বিনিময় করেন। প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের জমানো অভিযোগ ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন। ইশরাক হোসেন সাধারণ মানুষের কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার দীর্ঘস্থায়ী গ্যাস সংকট ও তীব্র যানজট নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, সাধারণ ভোটারদের মাঝেও এবার বেশ সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা কেবল রঙিন প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভুলতে চান না; বরং সংকটের সময়ে যাকে পাশে পাওয়া যাবে, তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রচারের প্রথম দিনেই এলাকাটিতে পরিবর্তনের এক নতুন আকাঙ্ক্ষা পরিলক্ষিত হয়েছে।

এর আগে বুধবার প্রতীক বরাদ্দের পর থেকেই দেশজুড়ে ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে শুরু হয়েছে চূড়ান্ত লড়াই। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রচারণার উৎসব এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ। এখন দেখার বিষয়, ঢাকা-৬ আসনের এই কঠিন সমীকরণে শেষ হাসি কে হাসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর