রংপুর: নির্বাচনের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, দেশে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হচ্ছে না। দেশে পরিকল্পিতভাবে গণহত্যা চলছে। মব লেলিয়ে দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করা হচ্ছে। তাই ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রংপুর নগরীর পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘আমি সংস্কারের বিপক্ষে নই। আমি সবসময় সংস্কারের পক্ষে। আমি চাকরিজীবনে, মন্ত্রী থাকাকালীন সর্বোচ্চ সংস্কার করেছি। আমার নেতা হুসেইন মুহম্মদ এরশাদও বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে গ্রহণযোগ্য। কিন্তু যে সংস্কার করা হচ্ছে, যে প্রক্রিয়ায় করা হচ্ছে, এরমধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে।’
তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে জনগণের সংসদ আর থাকবে না। তারা বিপ্লবী সরকার গঠন করবে এবং হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে বলে দাবি করবে। এর মাধ্যমে তারা সংসদ সদস্য ও সংসদকে নিয়ন্ত্রণ করবে। চাপিয়ে দিয়ে পাস করতে চাইবে তাদের সিদ্ধান্ত। এভাবে তারা চাইলে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারবে। কেননা নির্বাচনের পর তারা যে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা তো বলছে না।’
এর আগে দুই দিনের সফরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কেরামতিয়া মসজিদে কেরামত আলী (রহ.)-এর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন। পরে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।