Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লাই শাপলা কলি: জামায়াত নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৫২

জামায়াতে ইসলামীর মিছিল ও গণসংযোগ।

ঢাকা: উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি ১০ দল মনোনীত ঢাকা-১৮ আরিফুল ইসলাম আদিবকে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ঢাকা-১৮ তে দাঁড়িপাল্লাই শাপলা কলি।

শুক্রবার (২৩ জানুয়ারি) ৫১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক মিছিল ও গণসংযোগে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাপলা কলির সমর্থনে এ গণসংযোগ করা হয়।

জামায়াতের গণসংযোগ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

আরও উপস্থিত ছিলেন- তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, নায়েবে আমির কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম ও তুরাগ মধ্য থানা সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুসহ জামায়াত নেতারা।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম আদিব বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠায় ঢাকা-১৮ আসনে শাপলা কলি ও হ্যাঁ ভোট দিন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর