Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ বাঁচাতে যেকোনো মূল্যে ‘না’ ভোট পাস করাতে হবে: জি এম কাদের

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২৩:০৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জি এম কাদের।

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে একটি বিশেষ দলকে নির্বাচনি সুযোগ-সুবিধা দিচ্ছে, যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তাছাড়া একটি পক্ষ থেকে জনগণের ওপর ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। সরকারি ক্ষমতা, প্রশাসনিক প্রভাব এবং নানামুখী ভয়ভীতি ব্যবহার করে মানুষকে ‘হ্যাঁ’ ভোটে বাধ্য করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এই গণভোট সংবিধানসম্মত নয়।

জি এম কাদের আরও বলেন, “যদি ‘হ্যাঁ’ ভোট পাস করানো হয়, তাহলে সংসদ আর সার্বভৌম ও স্বাধীন থাকবে না। সংসদ পরিণত হবে একটি নির্দিষ্ট শক্তির আজ্ঞাবহ প্রতিষ্ঠানে। তাই দেশ ও গণতন্ত্র বাঁচাতে জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। দেশ বাঁচানোর জন্য যেকোনো মূল্যে ‘না’ ভোটকে পাস করাতে হবে। এটি কোনো দলীয় বিষয় নয়, এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন।”

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জি এম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় পার্টির প্রার্থীদের মাঠে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে, অথচ নির্বাচন কমিশন এসব বিষয়ে সম্পূর্ণ নির্বাক রয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে। কিন্তু বাস্তবে একটি বিশেষ দলকে সুবিধা দিতে গিয়ে অন্য দলগুলোকে পরিকল্পিতভাবে চাপে রাখা হচ্ছে। এ অবস্থায় নির্বাচন কখনোই জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না।”

জি এম কাদের দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। “মাঠের বাস্তবতা বলছে, মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টির দিকেই তাকিয়ে আছে,”—বলেন তিনি।

তিনি বলেন, “আমরা ক্ষমতার জন্য নয়, দেশের জন্য রাজনীতি করি। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষাই জাতীয় পার্টির মূল লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি এই গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক চলছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর