Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ব: পুতুল

সারাবাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৭

নাটোর-৫৮ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ফারজানা শারমিন পুতুল। ছবি: সংগৃহীত

ঢাকা: নাটোর-৫৮ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমরা ভবিষ্যতে যে বাংলাদেশ গড়ব, তা হবে নিরাপদ ও মানবিক বাংলাদেশ।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে বাগাতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনি প্রচারে অংশ নিয়ে এক পথসভায় তিনি এ কথা বলেন। এদিন তিনি ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় তিনি ৯ নম্বর ওয়ার্ডের জামশেদ মেম্বারের বাড়ি, হাফিজ মেম্বারের বাড়ি, বড়পুকুরিয়া, কসবা, বড় বাঘা, নুরপুর, খিদ্র মালঞ্চি, কাঁকফো, ট্যাটনপাড়া, যোগিপাড়াসহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘আমরা যারা ধানের শীষের মানুষ, তারা বিএনপিকে মনে-প্রাণে ধারণ করি। আমরা ধানের শীষে ভোট দিব একটি আদর্শের কারণে, যেটা দেশ গড়ার কাজে দেয়।’

তিনি বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।’

নির্বাচনি প্রচারণায় পুতুলের সঙ্গে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহাদব উদ্দিন, সদস্য সচিব হাফিজুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর