Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, অংশ নিবেন ৩ সমাবেশে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৪

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার উত্তরা এলাকায় পৃথক তিনটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনি প্রচারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই তারেক রহমান এই সফরে অংশ নিচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৩০ মিনিটে তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এই সমাবেশ শেষে তিনি ঢাকায় ফেরার পথে পর্যায়ক্রমে আরও দুটি জনসভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

বিকেল ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন। সব কর্মসূচি শেষ করে রাত ৮টায় গুলশানের নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফরসংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে সমাবেশের অনুমতি প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে নির্বাচনি প্রচার আরও গতিশীল হবে এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

বিইউবিটি রিসার্চ উইক শুরু
২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর