Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা ভোট ছোঁ মারতে চায়, আমরা তাদের ঠোঁট ছিঁড়ে ফেলব: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২১:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

চুয়াডাঙ্গা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আকাশের কোন চিল নাকি ডানা মেলে আমাদের ভোট ছোঁ মেরে কেড়ে নিতে চায়। আমরা তাদের ঠোঁট ছিঁড়ে ফেলব।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, ছিনতাইকারী, ধর্ষককে লালকার্ড দেখাতে চায়। যারা মেয়েদের দিকে চোখ নিচের দিকে রাখবে আমরা তাদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায়।’

জামায়াত আমির বলেন, ‘আমরা এ দেশের গোলামির জিঞ্জির ছিঁড়ে ফেলতে চায়। এ দেশে অন্যায় বাধা যাই সামনে আসুক না কেনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। কোনো অধিপত্যের কাছে মাথা নত করে মিন মিন করব না। আগামীতে এ দেশেকে বীরের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। বিদেশে বন্ধু থাকবে অসংখ্য কিন্তু প্রভু মানব না। প্রভু একমাত্র আল্লাহ রব্বুল আলামীন।’

বিজ্ঞাপন

‘জনগণের ভোটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে কোনো জায়গায় কেউ কেউ দিশেহারা। ১১ দলের পক্ষ থেকে যে সকল মা বোনেরা ভোট চাইতে যাচ্ছেন, তাদের সঙ্গে কেউ কেউ অমানবিক ও অমানবিক এবং অভদ্র আচরণ করছে। আমরা তাদের বলি, আমাদেরকে পরীক্ষা করার কিছু নেই। বেয়াদবি করলে আগুনের ফুল্কি দেখতে পাবেন। কাউকে আমরা ছেড়ে কথা বলব না।’

তিনি আরও বলেন, ‘এ দেশের যুব সমাজকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। ফ্যাসিস্ট হাসিনা এদেশে দুর্নীতি করে সাগরের নিচে ঢুকিয়ে দিয়ে গেছে। আমরা সেখান থেকে বাংলাদেশকে টেনে তুলে আনতে পারবো ইনশাআল্লাহ।’

জামায়াতের জেলা সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা মো. ফারুক এহসান, এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক তানভীর রহমান অনিক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খান ও এনসিপির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি (প্রস্তাবিত) সোহেল পারভেজ।

এদিন বিকেল ৩টায় কুরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এ ছাড়াও আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদসহ উপজেলা আমির ও জেলা কর্মপরিষদের সদস্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর