ঢাকা: ময়মনসিংহ থেকে গাজীপুরে ফেরার পথে বাস থামিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ওই ছাত্রীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে দোয়া করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভা শেষে গাজীপুরের রাজবাড়ি মাঠে আরেকটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তারেক রহমান। পথে এক কিশোরী গাড়িবহর থামানোর ইশারা করলে তিনি বাস থামানোর নির্দেশ দেন।
বাস থামার পর দরজার সামনে দাঁড়িয়ে ওই কিশোরী তারেক রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় সে জানায়, রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করে ভবিষ্যতে সংসদে গিয়ে তারেক রহমানের সঙ্গে আবার দেখা করার স্বপ্ন দেখেন। পাশাপাশি নিজের জন্য দোয়া কামনা করেন ওই স্কুলছাত্রী।
কিশোরীর বক্তব্য শোনার পর তারেক রহমান তাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন এবং হাত মেলান। বিদায়ের সময় কিশোরী সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দিলে তারেক রহমান তা গ্রহণ করেন। এ সময় বাসে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমানও উপস্থিত ছিলেন। কিশোরী তার সঙ্গেও কুশল বিনিময় করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে জানা যায়, কিশোরীর নাম রাইয়ান। সে ভালুকা উপজেলার সিডস্টোর সাহারা নায়েব গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার পরিবারের সদস্যরা অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।