ঢাকা: বিগত বছরগুলোতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার যেন কেউ ভোট ডাকাতি করতে না পারে, সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।
ভোটের দিন ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এবার সেই চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। গণতন্ত্রের যে লড়াই জুলাই আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে, তা রক্ষার দায়িত্ব জনগণেরই।
গাজীপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, গাজীপুর দেশের গার্মেন্টস শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এ শিল্পের বিকাশ ঘটেছিল, যার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতেও গাজীপুরে আরও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বিএনপির।
তিনি আরও বলেন, বিএনপি সরকারই প্রথম প্রবাসে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয় এবং খেটে খাওয়া মানুষের উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণ করে। আগামীতে ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড চালু করা হবে এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে।
সমাবেশে তিনি চব্বিশের জুলাই গণআন্দোলনে গাজীপুরের মানুষের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, লাখ লাখ মানুষ রাজপথে নেমে নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম করেছে।
এ সময় গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের তাদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।