ঢাকা: ঢাকা-৮ আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি দাবি করেছেন, মির্জা আব্বাসই বাংলাদেশর ‘এক নাম্বার ক্রিমিনাল’ এবং এই আসনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের মূল হোতা হিসেবে তার নামই উঠে আসে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা-৮ আসনে প্রতি স্তরে স্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালু আছে। এই বাস্তবতা সামনে আনতেই তিনি কথা বলছেন।
তার ভাষায়, তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনীতি করছেন না, বরং একটি বিকৃত ও দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধেই লড়াই করছেন।
সাম্প্রতিক সময়ে তার ওপর ডিম ও পানি নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি কেউ তাকে বেয়াদব মনে করে, তাতেও তিনি পিছপা হবেন না।
তিনি বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঝগড়া বা উত্তেজনা তৈরি করতে আসে, তাহলে ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে সম্মান দেখানো ছাড়া তাদের আর কোনো পথ নেই।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ঢাকা-৮ আসনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হলে কেবল ব্যক্তি বদল নয়, পুরো সিস্টেম পরিবর্তন করতে হবে।
কিন্তু কিছু রাজনৈতিক শক্তি সিস্টেম বদলের বদলে পুরোনো কাঠামো টিকিয়ে রেখে নতুন করে পাহারাদার হতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা কাউকে উসকানি দেননি কিংবা কোনো বিএনপি নেতার সঙ্গে সংঘাতে জড়াননি। শান্তিপূর্ণভাবে গণসংযোগ করতে গেলেই প্রতিপক্ষের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা সিমপ্যাথির রাজনীতি করেন না। সিমপ্যাথির রাজনীতি করলে রাস্তায় শুয়ে পড়তেন।
তিনি জানান, জনগণের কাছে সত্য তুলে ধরাই তাদের লক্ষ্য। নির্বাচনি মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ঢাকা-৮ গড়তে ভোটারদের সমর্থন চান তিনি।