ঢাকা: ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির কর্মীরা কখনো অশৃঙ্খল নয়। কোনো উসকানিমূলক কথাবার্তা বা কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে লাভবান হবে প্রতিপক্ষ—এ কথা মনে রাখতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার ও মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। এদিন তিনি মতিঝিল, কাকরাইল ও শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও মিছিল করেন।
মিছিলের শুরুতে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষ একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে।
‘প্রতিপক্ষের মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই বলেই তারা অবান্তর ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে। একটি দল সুপরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের উসকে দিতে নানা কৌশল অবলম্বন করছে, যাতে নির্বাচনকে বিতর্কিত ও সহিংস করে তোলা যায়।’
তবে এসব উসকানিতে কান না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে যাবে না। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন। বিজয় আমাদের দ্বারপ্রান্তে, এই বিজয় যাতে কেউ রুখে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মির্জা আব্বাস বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যাদের নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, কিন্তু তা অবশ্যই উৎসবমুখর পরিবেশে হতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই জনগণ সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, একটি অসাধু উদ্দেশ্য নিয়ে কেউ কেউ বাংলাদেশকে পরাধীন করে রাখতে চায়, কিন্তু জনগণ তা মেনে নেবে না।
উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সংযম বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, আজকাল কিছু মানুষ এমন কথা বলছে, যাদের ভেতরে কোনো শ্রদ্ধাবোধ নেই। ইতিহাস সাক্ষী, বেয়াদবির পরিণতি কখনো ভালো হয় না।
নির্বাচনি মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।