Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র অধিকার পরিষদ ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন কেন্দ্রীয় নেতা

ঢাবি করেস্পন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২২:৩৩

সংবাদ সম্মেলনে রজব সালার খান শাওন (বাম পাশে)।

ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের মানবসম্পদ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রজব সালার খান শাওন সংগঠনটি থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান করার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারী ইফাত বলেন, রজব সালার খান শাওন বিএনপি ঘরানার একটি পরিবার থেকে উঠে এসেছেন। তিনি ছাত্রদলে যোগদানের আগ্রহ প্রকাশ করলে তাকে হল পর্যায় থেকে রাজনীতি শুরু করার পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী তিনি আগের পদ থেকে পদত্যাগ করে ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মুহসিন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারী ইফাত বলেন, রজব সালার খান শাওন বিএনপি ঘরানার একটি পরিবার থেকে উঠে এসেছেন। তিনি ছাত্রদলে যোগদানের আগ্রহ প্রকাশ করলে তাকে হল পর্যায় থেকে রাজনীতি শুরু করার পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী তিনি আগের পদ থেকে পদত্যাগ করে ছাত্রদলের সঙ্গে যুক্ত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্যে রজব সালার খান শাওন বলেন, ছোটবেলা থেকেই বাবা ও ভাইদের কাছ থেকে বিএনপির রাজনীতি সম্পর্কে শুনে আসছি। রাজনীতি করার তেমন ইচ্ছা না থাকলেও গণ-অভ্যুত্থানের পর মনে হয়েছে, তরুণরা রাজনীতিতে না এলে রাজনীতি আরও দূষিত হবে। সেই ভাবনা থেকেই তিনি ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হন।

তিনি বলেন, সে সময় ছাত্রদলের ব্যানারে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া সম্ভব না হওয়ায় ছাত্র অধিকার পরিষদে যোগ দিই। সেখানে নেতাকর্মীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তবে জাতীয়তাবাদী আদর্শ থেকে দূরে থাকার বিষয়টি আমাকে ভেতরে ভেতরে পীড়া দিচ্ছিল।

পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর ছাত্রদলে যোগ দিলে আমাকে সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হতো। তখন আমার কোনো বাস্তব অবদান থাকত না। সে কারণেই এখনই এইছাত্র অধিকার পরিষদ ছেড়ে ছাত্রদলে আসা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর