Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২৩:৩৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২৩:৩৫

সংঘর্ষে নিহত জামায়াত নেতা নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা: রিাটর্নিং কর্মকর্তার ইশতেহার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুরে এ সংঘর্ষ হয়। আর রাত ৯টা ২০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজাউল করিম। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপজেলা জামায়াতের সেক্রেটারি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে বিকেলে উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হয়েছেন। বিষয়টি জেলা প্রশাসন দেখছে।’ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলও হয়েছে।

অপরদিকে জামায়াত দাবি করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর