Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার পডকাস্টে আসছেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৪১

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পডকাস্টে তিনি আগামীর বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প তুলে ধরবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রচারিত হবে।

রাজনীতির প্রচলিত বক্তৃতা ও সমাবেশের বাইরে এসে আধুনিক ডিজিটাল মাধ্যমকে বেছে নিয়েছেন তারেক রহমান। তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যে তিনি পডকাস্টের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরবেন। এ পডকাস্টে কোনো উপস্থাপক থাকছেন না; নিজেই কথা বলবেন বিএনপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

‘সবার আগে বাংলাদেশ’ – এই প্রত্যয়ে তিনি আগামীর বাংলাদেশের একটি নতুন রোডম্যাপ উপস্থাপন করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র। শিক্ষা, কৃষি ও অর্থনীতিসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও পুনর্গঠনে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরবেন তিনি।

বিএনপি নেতারা বলছেন, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে এই পডকাস্টের মাধ্যমে জনগণের কাছে সরাসরি পৌঁছাতে চান তারেক রহমান। এতে ভবিষ্যতের বাংলাদেশকে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর