সিএমএইচে আগ্রহ খালেদা জিয়ার, এ মাসেই বদল হচ্ছে কারাগার
২০ মার্চ ২০১৯ ০৭:২৮
।। উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: কারাবন্দি বেগম খালেদা জিয়া সোমবার (১৮ মার্চ) রাত থেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এমনকি অসুস্থতার কারণে তিনি বেশ কয়েকবার বমিও করেছেন। খাবার-দাবার খেতেও পারছেন না। এদিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষের সব প্রস্তুতি থাকলেও তিনি রাজি হচ্ছেন না। এখন তিনি সিএমএইচে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে কারা সূ্ত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) নাজিম উদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাও সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তা বলেন, ‘গত ১০ মার্চ সব প্রস্তুতি নেওয়ার পরও তার আপত্তির কারণে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ওইদিন তিনি কারা কর্তৃপক্ষকে জানান, আগের মতোই ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান তিনি। এখন তিনি নতুন করে সিএমএইচে চিকিৎসার আগ্রহের কথা জানিয়েছেন।’
তবে কারা কর্তৃপক্ষ বলছে, জেল কোড অনুযায়ী একজন কারাবন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা বিএসএমএমইউতে চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে। তাই খালেদা জিয়াকে এর বাইরে তার ইচ্ছানুযায়ী অন্য কোথাও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
অন্যদিকে কারা অধিদফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খালেদা জিয়াকে এ মাসের মধ্যেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হতে পারে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাওয়ার আগে একবার স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দিয়ে নিতে পারলে ভালো হতো। এ জন্য চেষ্টাও করা হচ্ছে। কারণ কেরানীগঞ্জ কারাগারে একবার গেলে সেখান থেকে আসাটা ততটা সহজ হবে না তার জন্য। কাজেই এখনো শেষ চেষ্টা করা হচ্ছে, যাতে তাকে বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া যায়।
আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে চিকিৎসা না দিয়েই খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে।
খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের অভিযোগ করে বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তিনি খেতে পারছেন না, বমি করেছেন দুইবার। তাকে তার পছন্দমত চিকিৎসক দিয়ে চিকিৎসার দাবি জানিয়েছেন। কিন্ত কর্তৃপক্ষের কেউ আমলে নিচ্ছেন না।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মহিলা ওয়ার্ড তৈরির কাজ শেষ হয়েছে। সবশেষ কয়েকদিন আগে বিদ্যুৎ সংযোগের কাজও শেষ হয়েছে। ঊর্ধ্বতনরা যেদিন সিদ্ধান্ত দেবেন সেদিনই খালেদা জিয়াকে স্থানান্তর করা হবে।
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সব প্রস্তুতি রাখা হয়েছে, উনি রাজি হলেই বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হবে।
সারাবাংলা/ইউজে/একে