Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে না’


১৪ এপ্রিল ২০১৯ ০৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা নষ্ট হবার নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনেকেশন- এলামনাই এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। ‘কানেকশন্স ২০১৯’ প্রতিপাদ্য সামনে রেখে প্রথমবারের মতো অ্যালামনাই অনুষ্ঠিত হয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। সেখান থেকে স্বাধীনতার ৪৮ বছর কেটে গেছে। এই সময়ে ভারতের সঙ্গে যে সমস্যা ছিল এরইমধ্যে সব সমাধান হয়ে গেছে। দীর্ঘসময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বিদ্যমান তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে।’

বিজ্ঞাপন

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে অনেক উন্নত দেশের সম্পর্ক ভালো নয়। যেমন পাকিস্তান আমাদের দেশের সঙ্গে সবসময় বিমাতাসূলভ আচরণ করে থাকে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সূচনালগ্ন থেকে আজ অবধি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। কখনো এ সম্পর্ক নষ্ট হয়নি। ভবিষ্যতে এ সম্পর্ক আরও বাড়বে।’

ভূটানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি প্রসঙ্গে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘ভুটানও আমাদের প্রতিবেশী দেশ। তারা আমাদের মংলাবন্দরসহ কয়েকটি স্থলবন্দর ব্যবহার করতে চায়। আশা করি, প্রতিবেশী দেশ হিসেবে ভারত মধুর সম্পর্ক স্থাপনে সহায়তা করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙুলী। বাংলাদেশ-ভারতের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিনিময়ে গণমাধ্যমকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এনআর/একে

খালিদ মাহমুদ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর