শান্ত বিশ্বাসের বুয়েটে ভর্তির ব্যবস্থা করলেন তারেক রহমান
১০ মার্চ ২০২৫ ২২:২০ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২৩:৪৪
ঢাকা: সিরাজগঞ্জ কামাখন্দের মেধাবী শিক্ষার্থী শান্ত বিশ্বাসের বুয়েটে ভর্তির খরচ এবং মাসিক বৃত্তির ব্যবস্থা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় শান্ত বিশ্বাসের গ্রামের বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির আহবায়ক রুমানা মাহমুদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন ও মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা প্রমুখ।
আতিকুর রহমান রুমন বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শান্ত বিশ্বাস ও তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। একটি দৈনিক পত্রিকায় শান্ত বিশ্বাসের সংবাদ পেয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে ও শুভকামনার বার্তা পৌঁছে দিতে আমাদেরকে পাঠিয়েছেন তারেক রহমান। তিনি শান্ত বিশ্বাসের সাফল্য কামনা করেছেন। প্রতি মাসে শিক্ষা ভাতার ব্যবস্থা করেছেন।’’
শান্ত বিশ্বাস সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের কল্পনা বিশ্বাস ও জয়কৃষ্ণ বিশ্বাস দম্পতির ছেলে। তার বাবা বাড়িতে শিঙ্গারা তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। মা বাড়িতে সুতা কেটে যে টাকা আয় করেন, তা দিয়েই কোনো মতে চলে তাদের সংসার। অভাবের সংসারে কষ্ট করে লেখা-পড়া করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন শান্ত। কিন্তু, অর্থাভাবে তার ভর্তি ও লেখা-পড়া অনিশ্চিত হয়ে পড়ে। এ খবর জানার পর তার পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সারাবাংলা/এজেড/এসআর