Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ৩ মে ২০২৫ ২০:২৬

ঢাকা: পবিত্র হজের উদ্দেশ্যে শনিবার (৩ মে) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ১৭ হাজার ৬৯৪ হাজার জন মুসল্লি। বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ৪৩টি ফ্লাইটে করে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১৩ হাজার ১৩০ জন মুসল্লি।

শনিবার (৩ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মোট ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশের ১৮টি এবং সৌদি এয়ারলাইন্সের ১৩টি আর ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইট পরিচালনা করছে।

এর আগে, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। এরপর ওই দিন দিবাগত রাতে শুরু হয় হজযাত্রার প্রথম ফ্লাইট। ওই দিন ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছায় হজের প্রথম ফ্লাইট।

উল্লেখ্য, চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন মুসল্লি সৌদি আরবে হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ৫২০০ জন সরকারি ব্যবস্থাপনায় বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুলাই। এদিকে, এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৭২ হাজার ৯৫২টি।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ পালন