নিখোঁজের ২ দিন পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
৩ মে ২০২৫ ১৮:১৩ | আপডেট: ৩ মে ২০২৫ ২০:৪২
ঢাকা: নিখোঁজের দুইদিন পর রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকার একটি ভবন থেকে রাজন ইসলাম দিপু (২৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়া ২ নম্বর গলির ২৯৪/এ নম্বর নির্মনাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজন ইসলাম দিপু ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। সে গত এক বছর ধরে ভূঁইয়াপাড়ার ওই বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। ভবনের ২য় তলায় থাকতেন দিপু।
নিহত দিপুর বড় ভাই মো. কামরুল ইসলাম বলেন, ‘দুইদিন ধরে তার ভাই নিখোঁজ। নিখোঁজের ঘটনায় সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। সকালে মরদেহের খবর পাই। তিনি ধারণা করছেন তার ভাইকে হত্যা করা হয়েছে।’
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন জানান, ভবনের নিচ তলায় লিফ্টের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্য থেকে দিপুর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায়, নাক ও চোখে আঘাত রয়েছে। এটি স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না। তাকে হত্যা করা হয়ে থাকতে পার। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসএসআর/এসআর