Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ, যানযটে জনদুর্ভোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৫:২৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১৬:৫৪

সড়ক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সারাবাংলা

সিলেট: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বকেয়া বেতনের দাবীতে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিলেটের তিনটি চা বাগানের শ্রমিকেরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়েছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

রোববার (৪ মে) দুপুর দেড়টা থেকে এখন পর্যন্ত শ্রমিকদের এই অবরোধ কর্মসূচি চলছে। গত ২০ সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না চা বাগানের প্রায় আড়াই হাজার শ্রমিক।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকেরা।

অভিযোগ উঠেছে সিলেটের বুরজান চা-কোম্পানির অধীনস্থ তিনটি চা বাগান বুরজান, ছড়াগাঙ, কালাগুল ও বুরজান কারখানার শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে দীর্ঘদিন। ফলে এসব শ্রমিক ও তাদের পরিবার মানবতের জীবন যাপন করছেন।

চা কারখানার শ্রমিকরা বলেন, ‘যখন আমরা বাগানে প্রথম কাজ শুরু করি, তখন দৈনিক মজুরি ছিল মাত্র ছয় টাকা। এখন মজুরি এবং রেশন বৃদ্ধি পেয়েছে। কিন্তু এতো বছরের কাজে কখনো ২০ সপ্তাহ বেতন না পাওয়ার মতো সংকটের মুখোমুখি পড়তে হয়নি।’

চা শ্রমিক ও চা-বাগান রক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু সারাবাংলাকে বলেন, ‘বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও, কেউ তাদের কথা রাখেনি। আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু একটিও পূরণ হয়নি। তাই, আমাদের দাবি আদায়ের জন্য আমরা আজ মালনীছড়ায় সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করি।’

এ ব্যাপারে বুরজান চা-বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, ‘কৃষি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছি আমরা। এখনও ঋণ পাইনি, পেলে শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করা হবে।’

বিজ্ঞাপন

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আনোয়ার উজ জামান সারাবাংলাকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার ৬০০ শ্রমিকের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা এরই মধ্যে মন্ত্রণালয় এবং চা বোর্ডের সঙ্গে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে কথা বলেছি।’

সারাবাংলা/এমপি

চা বাগান শ্রমিক সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর