Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এল ক্লাসিকোতেই নির্ধারিত হবে লা লিগা শিরোপা’

স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৫ ১১:০০

মৌসুমের শেষ ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল-বার্সা

লা লিগায় দুই দলের বাকি আর মাত্র ৪ ম্যাচ। রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার খুব কাছে রয়েছে বার্সেলোনা। ১১ মে এই মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দল। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, খুব সম্ভবত এই ম্যাচেই নির্ধারিত হবে লা লিগা শিরোপা।

বার্সা যদি ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে দেয়, তাহলে ৩ ম্যাচ বাকি থাকতে ৭ পয়েন্ট এগিয়ে যাবেন তারা। পরের ৩ ম্যাচে ২ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করবে বার্সা। অন্যদিকে বার্সাকে হারিয়ে দিলে লিগ জমিয়ে তুলবে রিয়াল। দুই দলের ব্যবধান থাকবে মাত্র এক। শেষ তিন ম্যাচে তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় থাকবে লা লিগা।

বিজ্ঞাপন

আনচেলত্তি তাই মনে করেন, এল ক্লাসিকোতেই মোটামুটি নির্ধারিত হবে কার হাতে উঠতে যাচ্ছে এবারের শিরোপা, ‘অবশ্যই এই ম্যাচে আমাদের বার্সাকে হারাতে হবে। এবারের ক্লাসিকোতে নিশ্চিতভাবে নির্ধারিত হবে লা লিগার শিরোপা, এমনটা আমি বলছি না। তবে ম্যাচটা শিরোপা লড়াইয়ে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বার্সাকে হারাই তাহলে পয়েন্টের ব্যবধান হবে এক। তখনও বার্সার ভাগ্য নিজেদের হাতেই থাকবে। তবে আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।’

এই মৌসুমে তিন ক্লাসিকোর তিনটিতেই হেরেছে রিয়াল। সবশেষ কোপা ডেল রের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে বার্সার কাছে শিরোপা হারিয়েছেন তারা।

আনচেলত্তির বিশ্বাস, মৌসুমের শেষ ক্লাসিকোতে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে হবে তাদের, ‘আমরা গত সপ্তাহেই তাদের বিপক্ষে খেলেছি। ম্যাচটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। সামনের ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সবটুকু আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে।’

বিজ্ঞাপন

আগামী ১১ মে রাত ৮.১৫ মিনিটে অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সা ও রিয়াল।

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর