Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেস ব্রিফিংয়ে যা বললেন কুয়েট শিক্ষকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:০৩

প্রেস ব্রিফিং

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে ৭ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সোমবার (৫ মে) দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব দাবি জানান সমিতির নেতারা। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫ দফা দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে শিক্ষকরা সকল প্রকার প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবেন।

এদিকে বিকাল ৩টায় শিক্ষার্থীরা শিক্ষকদের বেলা ৩টায় ক্ষমা চেয়ে ভিসির মাধ্যমে শিক্ষকদের নিকট স্মারক লিপি প্রদান করেছেন।

এরআগে সকালে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. হযরত আলী। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে কুয়েট অডিটোরিয়ামে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে সভা।

সারাবাংলা/এসআর

আল্টিমেটাম কুয়েট খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শিক্ষকদের লাঞ্ছিত সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর