Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:১৭

গ্রেফতার মো. মনির হোসেন।

ঢাকা: রাজধানীর মালিবাগে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

সোমবার (৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (৪ মে) রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তালেবুর রহমান জানান, রোববার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঘটনাস্থলে অবস্থান করছে। রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মালিবাগ মোড়ে অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার মনিরের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মনির পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তিনি উদ্ধার ইয়াবা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/ইআ

মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর