Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে খেয়াং নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২২:৪২ | আপডেট: ৬ মে ২০২৫ ০০:০১

খেয়াং নারী

বান্দরবান: বান্দরবানে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের এক খেয়াং নারীর (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) থানচি-লিক্রির নির্মানাধীণ সড়কের পাশে জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। নিহত নারী তিন সন্তানের জননী।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, থানচি উপজেলা সদর থেকে ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরে খেয়াং জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ওই নারী সকালে পাহাড়ে একাই জুমখেতে ধান রোপণ করতে যান। দুপুরে বাড়ি ফিরে ভাত খাওয়ার কথা ছিল। কিন্তু ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন ও পাড়াবাসী খোঁজাখুঁজি করতে থাকেন। জুমে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে এক পাশে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন পায় তারা। ওই চিহ্ন অনুসরণ করে নির্মাণাধীন থানচি-লিক্রি সড়কের পাশের জঙ্গলে মরদেহের সন্ধান মেলে।
মরদেহ বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, দলবদ্ধভাবে ধর্ষণের পর নারীকে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে। ওই নারীর তিন সন্তানের মধ্যে এক সন্তানের বয়স দেড় বছর।

বান্দরবান জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্টের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, বিকালে পুলিশ থানচি থানাধীন তিন্দু ইউনিয়নের মংখ্যয় পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ে একজন নারীর মরদেহ পাওয়ার সংবাদ পান। খবর পেয়ে থানচি থানার অফিসার ইনচার্জ মহিলা পুলিশসহ একটি দল নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন। ঘটনাস্থলটি থানা থেকে দূরে এবং দুর্গম। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এসআর

খেয়াং নারীকে হত্যা বান্দরবান মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর