চ্যাম্পিয়নস লিগ
বার্সা-ইন্টার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
৬ মে ২০২৫ ০৮:৫৬
দুই দলই নিজেদের লিগে অন্যতম সেরা। চ্যাম্পিয়নস লিগে যখন মুখোমুখি হয় বার্সেলোনা ও ইন্টার মিলান, তখন লড়াইটা হয় দেখার মতোই। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইতালির দুই জায়ান্ট ক্লাব। বিগত লড়াইগুলোতে কোন দল এগিয়ে, চলুন দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যানই।
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত মোট ১৩ বার মুখোমুখি হয়েছে বার্সা ও ইন্টার। মুখোমুখি লড়াইতে এগিয়ে আছে বার্সেলোনাই। তারা জয় পেয়েছে ৬ ম্যাচে।
মুখোমুখি লড়াইয়ে বার্সার চেয়ে বেশ পিছিয়ে আছে ইন্টার মিলান। ইন্টার জয় মাত্র ২ ম্যাচে। দুই দলের লড়াই ড্রয়ে শেষ হয়েছে ৫ বার।
জয়ের মতো গোলের দিক দিয়েও ইন্টারের চেয়ে এগিয়ে বার্সা। দুই দলের দেখার বার্সা বল জালে জড়িয়েছে ২০ বার। ইন্টার গোল পেয়েছে ১৩টি।
চ্যাম্পিয়নস লিগে দুই দলের শেষ ৫ দেখায়ও এগিয়ে আছে বার্সা। তারা জিতেছে ২ বার। ইন্টার জিতেছে একটি ম্যাচ। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
সবশেষ এবারের সেমিফাইনালের প্রথম লেগে অলিম্পিক স্টেডিয়ামে দেখা হয়েছিল দুই দলের। জমজমাট এক লড়াই শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে।
আজ রাত ১টায় ইন্টারের মাঠ সান সিরোতে মাঠে নামবে দুই ক্লাব। এই লেগে জয়ী দলই পৌঁছে যাবে এবারের আসরের ফাইনালে।
সারাবাংলা/এফএম