চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার
৬ মে ২০২৫ ১৪:০২
অনেকদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ পর্যন্ত আর সেখান থেকে ঘরে ফেরা হলো না লুইস গালভানের। আজ আর্জেন্টিনার একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান।
দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন গালভান। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই নিউমোনিয়াই শেষ পর্যন্ত জীবন কেড়ে নিল তার।
১৯৭০ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় গালভানের। ১৯৭৫ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন এই ডিফেন্ডার। ১৯৭৮ বিশ্বকাপে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গালভান।
১৯৭৮ বিশ্বকাপের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন গালভান। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে রক্ষণভাগে গড়ে তুলেছিলেন দারুণ এক জুটি। সেবার আর্জেন্টিনার হয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। ১৯৮২ বিশ্বকাপে খেললেও সেবার আলো ছড়াতে পারেননি গালভান।
১৯৮৩ সালে জাতীয় দলকে বিদায় বলেন গালভান। পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন ১৯৮৭ সালে। ১৭ বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময়েই তিনি খেলেছেন আর্জেন্টিনার ঘরোয়া লিগে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে বলিভিয়ান লিগে খেলেছেন গালভান।
সারাবাংলা/এফএম