কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
৬ মে ২০২৫ ১৩:৩৭
কুষ্টিয়া: কুষ্টিয়ায় অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের উত্তর লাহিনী হরিশংকরপুর তালতলা এলাকায় একটি আমগাছের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর লাহিনী হরিশংকরপুর তালতলা এলাকায় একটি আমগাছের ডালের সঙ্গে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাক্তার হোসেন ইমাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান,স্থানীয়রা রাতে পুলিশে খবর দিলে একটি আমগাছের ডালের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলছিল ২০ থেকে ২৫ বছরের এক যুবক। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সারাবাংলা/এসডব্লিউ