Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৬:২৬ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৯

সুনামগঞ্জ: শান্তিগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় আলবি হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর দাদা নূর উদ্দিন (৬৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে ) দুপুরে দিরাই-মদনপুর সড়কে জয়কলস ইউনিয়নের বৌগলারখাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলবি জয়কলস ইউনিয়নের বৌগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৌগলারখাড়া এলাকায় শিশু আলবি ও তারা দাদা হাঁটছিলেন। তখন পেছন থেকে দিরাইগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এতে গুরুতর আহত হন দাদা নূর উদ্দিন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসআর

পিকআপের ধাক্কায় নিহত শিশুর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর