Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টের যে রেকর্ডে মিরাজই প্রথম

স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৫ ১৭:৫০ | আপডেট: ৬ মে ২০২৫ ১৭:৫২

চট্টগ্রাম টেস্টের একইদিনে সেঞ্চুরির পর পাঁচ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সেই টেস্টে প্রথমে সেঞ্চুরি, এরপর ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন অবদান। মিরাজের আগে একই টেস্টে সেঞ্চুরি আর পাঁচ উইকেট নেয়ার রেকর্ড আছে মোট ৩৯ জন ক্রিকেটারের। কিন্তু টেস্টের একইদিনে সেঞ্চুরির পর পাঁচ উইকেট নেয়ার রেকর্ড কেবলই মিরাজের।

বিজ্ঞাপন

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিরাজ। পরেরদিন দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে ছুঁয়েছেন সেঞ্চুরি। তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিকে নিয়ে গেছেন ১০৪ পর্যন্ত। এরপর বোলিংয়ে এসে ৩২ রানে নেন পাঁচ উইকেট।

একইদিনে ৮৮ রান আর পাঁচ উইকেট নেয়া এই ধরনের অলরাউন্ড পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে চোখে পড়েনি। এক দিনের পারফরম্যান্সকে আলোচনায় নিলে মিরাজের নিকট প্রতিদ্বন্দ্বী হবেন প্রয়াত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জিমি সিনক্লেয়ার।  ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্টের প্রথম দিন ২৬ রানে নেন ৬ উইকেট। একইদিন ব্যাট হাতে নেমে করেন ৫৯ রান। পরদিন অবশ্য পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দুজনের পারফরম্যান্সের তুলনায় গেলে মিরাজ অবশ্য এগিয়েই থাকবেন, রানের বিচারে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড আছে তিন জনের। সর্বোচ্চ দুইবার সাকিব আল হাসানের, একবার করে সোহাগ গাজী ও মিরাজের।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসান সোহাগ গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর