‘পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচই খেলতে চায় না ভারত’
৭ মে ২০২৫ ১১:০৬
গত মাসের শেষভাগে কাশ্মীরের সেই ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে নেমেছে। অনুমেয়ভাবে সেই প্রভাব পড়েছে ভারত-পাকিস্তানের ক্রীড়াঙ্গনেও। দুই দেশের পালটাপাল্টি নিষেধাজ্ঞার মধ্যে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের ম্যাচেই মাঠে নামা উচিত নয় ভারতের।
ভারত-পাকিস্তানের মধ্যে চলা টানাপোড়ন বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে দুই দেশের ক্রিকেটে। এরই মধ্যে পাকিস্তানেড় বর্তমান ও সাবেক ক্রিকেটারদের ইন্সটাগ্রাম একাউন্ট ও ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারত। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়া কাপও এখন হুমকির মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াইটাও চলছে প্রতিনিয়ত।
এসবের মধ্যেই দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছেন, পাকিস্তানের বিপক্ষে খেলতে ইচ্ছুক নন তিনি, ‘আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, পাকিস্তানের সঙ্গে একেবারেই খেলা উচিত না। যতক্ষণ পর্যন্ত না তাদের এসব কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ দুই দেশের মধ্যে কোনো সম্পর্কই থাকা উচিত না। সেটা ক্রিকেট হোক কিংবা অন্য কিছু।’
গম্ভীরের মতে, প্রাণের চেয়ে ক্রিকেট ম্যাচ বড় হতে পারে না, ‘বলিউডের সিনেমা, কনসার্ট কিংবা কোনো ক্রিকেট ম্যাচ একজন ভারতীয় সৈনিক বা নাগরিকের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। খেলাধুলা চলতেই থাকবে, সিনেমাও হবে, গানও হবে। কিন্তু একজন প্রিয়জন হারানোর যন্ত্রণা কখনোই পূরণ হওয়ার নয়।’
সারাবাংলা/এফএম