Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ হেফাজত থেকে পালানো আরেক আসামি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৮:০৪ | আপডেট: ৭ মে ২০২৫ ১৮:১৩

গ্রেফতার আনোয়ার হোসেন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির আরেকজনকে এক সপ্তাহ পর গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার মাদক আইনের একটি মামলার আসামি।

গত ৩০ এপ্রিল আনোয়ারের সঙ্গে পুলিশ হেফাজত থেকে ইকবাল হোসেন ইমন নামে আরও এক আসামি পালিয়ে গিয়েছিলেন। তবে ওই রাতেই নগরীর খুলশী থানার তুলাতলী রেল লাইন কলোনি থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ৩০ এপ্রিল সকালে তাদের নির্ধারিত হাজিরার জন্য চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নেয়া হয়েছিল। হাজিরা শেষে দুপুরে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে দুই আসামি পালিয়ে যান।

সারাবাংলা/আরডি/ইআ

আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর