Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসি সংস্কারে ৮ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২০:৫৩

পিএসসি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি: পিএসসি সংস্কারের লক্ষ্যে ৮ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করেছে আন্দোলনরত একদল শিক্ষার্থী। সোমবারের (১২ মে) মধ্যে সংস্কারের রোডম্যাপও দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগ পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা ‘এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার’, ‘দালালি না সংস্কার, সংস্কার সংস্কার’, ‘তারুণ্যের অঙ্গীকার, পিএসসি সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশ পিএসসি সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল ২৪ এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে কিন্তু আজও আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ এপ্রিল পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে এর মধ্যে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আমাদের আশ্বস্ত করা হয়েছিল ছাত্রদের সঙ্গে কথা বলে একটি সংস্কার কমিশন গঠন করা হবে, যেখানে আট দফা দাবিগুলো সমাধান করা হবে। যেখানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আশ্বাস দেবার ৮ দিন পরও প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায়নি।

তিনি আরও বলেন, আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই। প্রাক যাচাইয়ের মাধ্যমে মতন হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই। আমাদের অতিদ্রুত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে।

বিজ্ঞাপন

এ সময় আগামী সোমবারের ভেতরে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা ও ৮ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ দেওয়ার দাবি জানান তারা।

সারাবাংলা/কেকে/এইচআই

ঢা‌বি পিএসসি পিএসসি সংস্কার বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর